??????? ১ আগস্ট, ২০২৩ ১২:০৫

স্ত্রীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করলেন স্বামী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সাংসারিক কোলাহল নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অতঃপর গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেন তারেক রহমান (২২) নামের এক বেক্তি। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে বাসিন্দা।

আজ মঙ্গলবার বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি ওই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, বিয়ের বেশ কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোধ চলছিল। সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় রাগ ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

উপপরিদর্শক (এসআই) শাহাবুল জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি