??????? ১ আগস্ট, ২০২৩ ০৩:৩৪

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা শিবিরকর্মী : পুলিশ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হওয়া বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩৪ জন শিবিরকর্মী বলে জানিয়েছে পুলিশ। এর আগে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আটক হন তারা। আজ মঙ্গলবার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেল পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৩০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদীতে অভিযান পরিচালনা করে স্থানীয় শহীদুলের নৌকা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমালবিষয়ক সম্পাদক আফিফ আনোয়ারের নেতৃত্বে তারা হাওরে একত্রিত হয়েছিল।

এদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৩টি বিভিন্ন মডেলের মোবাইলফোন, ছাত্রশিবিরের বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত স্ক্রিনশটের কপি, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিলসংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথীদের পাঠযোগ্য কোরআন ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠানসংক্রান্ত স্ক্রিনশট কাগজপত্র উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল কবির বাদী হয়ে আটককৃত ৩৪ জনের মধ্যে বুয়েটে অধ্যয়নরত ২৪ জন, সাবেক বুয়েট শিক্ষার্থী সাতজন ও অন্যান্য তিনজন ব্যক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় রুজু করা হয়। বর্তমানে সব আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান,‘তাহিরপুর উপজেলার বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে সরকারকে বিব্রত অবস্থায় ফেলার উদ্দেশ্যে সবার নজরের আড়ালে গিয়ে ভাড়া নৌকায় করে হাওরে গোপন মিটিং করছিল গ্রেপ্তারকৃতরা। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিবিরকর্মী বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিকল্পনা জানতে দ্রুত রিমান্ডের আবেদন করা হবে।’

আমাদেরকাগজ/এমটি