সারাদেশ ২ আগস্ট, ২০২৩ ১২:৪৯

মধ্যরাতে নুরের বাসায় ডিবির অভিযান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাড়িতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ফেসবুকে বেশ কয়েকবার লাইভে আসেন ডাকসুর সাবেক ভিপি। ভিডিওতে, নুরের ফ্ল্যাটের দরজা ভেঙে কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। 

এর আগে মধ্যরাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়ারও অভিযোগ করেছেন নুর। মঙ্গলবার (১ আগস্ট) রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এই অভিযান চালানো হয়। 

লাইভে নুর বলেন, রাত ২টায় দরজা ভেঙে ডিবি পুলিশ আমার বাসায় নারকীয় তাণ্ডব চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে একজন এসেছিলেন বলেও জানান তিনি।

একইসঙ্গে পুলিশ তার বাসার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেন নুর।

তবে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন। তিনি বলেন, এই তথ্য সঠিক নয়। অভিযান চালিয়ে এমন কাউকে তুলে আনা হয়নি।

আমাদেরকাগজ/এমটি