??????? ৩ আগস্ট, ২০২৩ ১০:৫৬

তারেক-জোবাইদার সাজা

দুপুরে বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এর আগে, দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এই রায় দেন আদালত। 

এদিকে এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতা ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

তিনি বলেন, দুদকের করা মামলায় গতকাল বুধবার তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। বিষয়টি কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। তাই বেলা সোয়া একটায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।

মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে তারেক রহমানের শাশুড়িকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়।


আমাদেরকাগজ/এমটি