??????? ৪ আগস্ট, ২০২৩ ১০:৩৪

গৃহবধূকে কুপিয়ে হত্যা, দেবর আটক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নেত্রকোণার পূর্বধলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দহে নিহতের দেবর সুজন আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন 

নিহত রানু আক্তার (৩৫) ওই গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

জানা যায়, বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে দুপুরের দিকে বাড়িতে ভাবি রানু আক্তারের সঙ্গে দেবর সুজনের বাকবিতণ্ডা হয়। এ সময় রানুকে ছুরিকাঘাত করেন সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান। এ সময় রানু আক্তারের সঙ্গে থাকা শিশু সন্তান আলিফও আহত হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আমাদেরকাগজ/এমটি