??????? ৪ আগস্ট, ২০২৩ ১১:০৩

রাজধানীর ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর পুরানো পল্টনে ফুটপাত থেকে সুনীল রায় (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এর আগে, পল্টনের বাইতুল খায়ের ভবনের সামনে থেকে মরদেহটি আবিষ্কার হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান। 

জানা যায়, সুনীল রায়ের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি অরুণ রায়ের ছেলে। 

ঢাকায় বিভিন্ন এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। তবে মাঝেমধ্যে হকারিও করতেন। আজ শুক্রবার সকালে তার মরাদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ এসে এটি উদ্ধার করে। এ বিষয় উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান জানান, বাইতুল খায়ের ভবনের সামনে সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত থেকেই ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

তিনি আরও জানান, সুনীলের মোবাইলের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। তবুও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি