??????? ৪ আগস্ট, ২০২৩ ১১:১৩

হাওরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও আটজন। এর আগে, আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে মো. শাহ আলম (৩০)। অপরজন হলেন জুয়েল মিয়া (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকা থেকে শুক্রবার সকালে আশপাশের কারখানার ১০ জন শ্রমিক একটি মাইক্রোবাস ভাড়া করে কিশোরগঞ্জের নিকলী হাওরে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হয়। 

এরপর সকাল ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি উড়ালসড়ক অতিক্রম করার পর বাইমাইল এলাকায় পৌঁছালে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ৮জন আহত হয়েছে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে, তবে চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদেরকাগজ/এমটি