??????? ৫ আগস্ট, ২০২৩ ১০:৩৬

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় এক স্কুলছাত্রের নিহতের ঘটনা ঘটেছে। জানা যায়, শুক্রবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরেছিল মাহিন হোসেন (১৬)। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা গণমাধ্যমকে বরাত দিয়ে জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে বাড়ি ফিরেছিল মাহিন। পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি