??????? ৫ আগস্ট, ২০২৩ ১০:৫০

ভ্যান থেকে নামিয়ে নারীকে কুপিয়ে হত্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক:  নাটোরের বড়াইগ্রামে ফারজানা আকতার প্রিয়া নামে এক নারী ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় পথে মশিন্দা এলাকায় ভ্যানের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানাকে পাশের একটি পাট খেতে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বলে জানা গেছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক এই ঘটনা নিশ্চিত করেছেন। শুক্রবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মেরিগাছা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রিয়া খাতুন একই উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং ঈশ্বরদী ইপিজেড এর শ্রমিক।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে ফারজানা আকতার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারে বাস থেকে নামেন। সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।এর পর খবর পাই কে বা কারা এই ঘটনা ঘটান। 

পরে ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক মনির হোসেনকে আটক করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি