লাইফ স্টাইল ৫ আগস্ট, ২০২৩ ০১:০০

যেসব ইঙ্গিতে বুঝবেন আপনি প্রেমিকাকে হারিয়েছেন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মানুষ কখনো একা থাকতে পারে না। তার হয় বন্ধু, না হয় সঙ্গীর প্রয়োজন হয়। যদিও বা আপনি কোন সম্পর্কে থেকে থাকেন। তবে সেটি টিকিয়ে রাখতে দুইজনেরই চেষ্টা অনিবার্য। তবে অনেক সময় বুঝতে না পেরে পুরুষরা অজান্তেই তাদের সম্পর্কের ক্ষতি করে ফেলে। এতে তাদের চিন্তা বেড়ে যায়। প্রেমিকাকে হারিয়ে ফেলার ভয় হয়। তারা পরে অনুভব করে যে, প্রেমের গতিশীলতায় পরিবর্তন ঘটছে। যদিও তিনি এটি সরাসরি প্রকাশ করতে পারেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝে নেয় যে বন্ধনটি দূরে সরে গেছে। কিছু ইঙ্গিত রয়েছে যা দেখে বুঝা যায় যে, আপনি আপনার প্রেমিকাকে হারাতে চলছেন।  

 

বিরক্ত প্রকাশ

ক্রমাগত রাগান্বিত এবং বিরক্ত এক ধরণের হারানোর ইঙ্গিত। হয়তো আপনার কোনো আচরণ তার অনুভূতিগুলোকে গভীরভাবে আঘাত করেছে। আপনি তার ব্যথার কারণ হয়ে হয়ে দাঁড়িয়েছেন। এ সময় সংশোধন করার সুযোগ থাকলে করে নিন। আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন। আপনার ভুলগুলো স্বীকার করুন। এটি আপনাদের পুনর্মিলনের পথ প্রশস্ত করতে পারে।

শুনতে না চাওয়া

আপনাকে শুনতে না চাইলে আপনি তাকে হারাতে পারেন। হয়তো আপনি তাকে কোনো এক সময় এড়িয়ে চলেছেন। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করার পরও আপনাকে পায়নি। এখন আপনার প্রেমিকা সম্পর্কের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এক পর্যায় গিয়ে আপনাকে ছেড়ে দিয়েছেন।

সাড়া না দেওয়া

আপনার প্রেমিকা কল, টেক্সট বা বার্তাগুলোতে আগের মতো সাড়া দেন না। আপনাদের মধ্যে যোগাযোগ কমে গিয়েছে। কিংবা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এটি আপনাকে বিভ্রান্ত অবস্থায় ফেলে দেয়। আপনার মেসেজ বা কলের প্রতিক্রিয়া ছাড়াই সপ্তাহ কেটে যাচ্ছে। তখন কঠোর বাস্তবতার সাথে মানিয়ে নিন। বুঝে নিন এর পিছনে হয়ত কোন কারণ রয়েছে।

বিশ্বাস ভঙ্গ করা

নারীদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তাদের আটকে রাখা যাবে না। তারা বুঝে নেবে, যে আপনি তার সুখকে অগ্রাধিকার দেন না। সে আপনাকে ক্ষমা করে নাও দিতে পারে। এই পরিস্থিতিতে সে নিজেকে দূরে রাখতে চাইবে। বিশ্বাস ভঙ্গের পরিণতি যে, আপনি তাকে হারিয়েছেন।

শীতল আচরণ

নারীদের শীতল আচরণ স্বাভাবিক না। সম্পর্ক তিক্ত হয়ে ওঠার এটি একটি ইঙ্গিত। যদি আপনার কোনো কিছুতেই তিনি প্রতিক্রিয়া না করেন, তবে তা সম্পর্ক শেষ হওয়ার দ্বারপ্রান্ত। আপনি হয়তো তাকে হারাতে চলছেন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

আমাদেরকাগজ/এমটি