??????? ৬ আগস্ট, ২০২৩ ১২:২৬

মেয়ের ঘাড় মটকে দিলেন মা!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামে ঘাড় মটকে নয় বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক মা বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার। এর আগে গত ২৫ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু ওই গ্রামের প্রবাসী মজনু খাঁর ছোট মেয়ে আমেনা খাতুন (৯)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহতের মা রোজিনা বেগম।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ জুলাই বিকেলে আমেনা আত্মহত্যা করেছে মর্মে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত দেখে ও শুনে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় মজনু খাঁর মা, পুত্রবধূ রোজিনা ও বাঘারপাড়া থানার ফলসি গ্রামের নুর জালাল বিশ্বাসের ছেলে গ্রাম্য ডাক্তার মজনুকে সন্দেহ করে ও তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগে থানায় এজাহার দায়ের করেন।

এদিকে মামলার এজাহারে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে মা রোজিনা ঘটনা ভিন্নখাতে প্রবাহ করার জন্য বিভ্রান্তমূলক তথ্য দেয়। এ সময় তাদের জেল হাজতে পাঠানো হয়। পরে আদালতের আদেশে এক দিনের পুলিশ রিমান্ডপ্রাপ্ত হয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ জিজ্ঞাসাবাদে আসামি রোজিনা নিজের দোষ স্বীকার করে জানান, ‘মেয়ের ওপর রেগে গিয়ে ঘাড়ে হাত দিয়ে ঘুরিয়ে দিলে, মেয়ের ঘাড় মটকে মারা যায়। পরে রোজিনা মেয়ে হত্যার দায় থেকে বাঁচতে লাকড়ি রাখার ঘরে রশি টাঙিয়ে মেয়েকে ফাঁস লটকায় ও আত্মহত্যা বলে চিৎকার করতে থাকে’।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, এ ঘটনার পরে রোজিনাকে নিয়ে এলাকায় গিয়ে তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে রোজিনাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন।

আমাদেরকাগজ/এমটি