সারাদেশ ৬ আগস্ট, ২০২৩ ০২:১৮

ট্রাকের ধাক্কায় যাত্রী নিহত, হাসপাতালে ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ সময় এতে আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর-চকপাড়া গ্রামের মৃত তাইনুসের ছেলে সাদিকুল ইসলাম (৫২)।

স্থানীয়রা জানান, সাদিকুলসহ আরও ছয় থেকে সাতজন একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি যাত্রীবাহী ওই অটোকে ধাক্কা দিলে সাদিকুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোচালক সেলিম রেজাসহ চারজন আহত হন।

এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস টিম তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। অটোচালকের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আমাদেরকাগজ/এমটি