??????? ৬ আগস্ট, ২০২৩ ০৩:০৩

ভোলার ২ রুটে লঞ্চ চলাচল বন্ধ, সাগর উত্তাল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে ভোলার মনপুরা-ঢাকা ও ভেলুমিয়া-ধুলিয়া রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ। আজ রোববার দুপুরে বিআইডব্লিটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাগরে ৩ নম্বর সর্তক সংকেত ও বৈরী আবহাওয়ার কারণে ভোলার সাত উপজেলাজুড়ে রোববার সকাল থেকে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়াও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল রয়েছে।

পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। রোববার নিরাপত্তার কারণে ভোলার মনপুরা-ঢাকা ও ভোলা সদর উপজেলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া রুটের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী, পশ্চিমে বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। এর মোট আয়তন ৩৪০৩.৪৮ বর্গকিলোমিটার।

আমাদেরকাগজ/এমটি