??????? ৬ আগস্ট, ২০২৩ ০৪:০৬

রাজধানীতে এক বাসের চাপায় অন্য বাসের হেলপার নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর মিরপুরে প্রজাপতি বাসের চাপায় জিসান (১৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জিসান পরিস্থান বাসের হেলপার ছিলেন বলে জানা যায়। 

জিসানের গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানা এলাকায়। তিনি মিরপুর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মনির হোসেন।

জিসানকে হাসপাতালে নিয়ে আসা বাসচালক আজাদ বলেন, জিসান সকালে মিরপুর এক নম্বরে পরিস্থান পরিবহনের ডিউটি করছিল। এ সময় প্রজাপতি বাস তাকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মিরপুর থানাকে অবগত করেছি।

আমাদেরকাগজ/এমটি