আন্তর্জাতিক ৬ আগস্ট, ২০২৩ ০৫:৪২

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২২

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

রবিবার (৬ আগস্ট) দেশটির সিন্ধু প্রদেশের করাচি শহর থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা সংঘটিত হয়। হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে, জিও নিউজের।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রম ফিরতে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। অপরদিকে, রেলপথগুলো চলাচল উপযোগী করতেও সময় লাগবে। এর আগে লাইনচ্যুত বগিগুলো সরাতে হবে।

আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আমাদেরকাগজ/এচিএম