আন্তর্জাতিক ৭ আগস্ট, ২০২৩ ১১:২০

মরক্কোয় মিনিবাস উল্টে ২৪ জনের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এমএপির খবরে বলা হয়। এর আগে, রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিলেন। পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতেই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপিকে বলেছেন, একটি মিনিবাস দেমনাত শহরে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

মরক্কোর গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য সাধারণত মিনিবাস ব্যবহার করা হয়।

এর আগে, গত গ্রীষ্মে দেশটিতে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া ২০১৫ সালে দেশটির তান-তান প্রদেশে বাস দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটে।

আমাদেরকাগজ/এমটি