??????? ৮ আগস্ট, ২০২৩ ০২:১৩

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বোন টংগিবাড়ী থানায় মামলা করেছেন। এর আগে, মাদ্রাসা থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম আরমান হোসেন। তিনি উপজেলার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সিমলা বাজার এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার একটি কক্ষে রোববার রাতে ওই ছাত্রটিকে পড়ানোর সময় তাকে বলাৎকারের চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষকআরমান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, ‘ ভুক্তভোগীর বোন টংগিবাড়ী থানায় মামলা করেছেন।’ 

 

আমাদেরকাগজ/এমটি