??????? ৮ আগস্ট, ২০২৩ ০৪:৫৩

এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ৬

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর অথবা ঘোষিত সময়ে পরীক্ষা নিতে হলে ৫০ নম্বরের পরীক্ষা নেয়াসহ আরও কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে আসলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এসময় তাদের অন্তত ৬ জনকে আটক করেছে পুলিশ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিল আন্দলনরত শিক্ষার্থীরা। 

এ বিষয়ে জানতে শাহবাগ থানা পুলিশের ওসি (অপারেশন) এবং ওসি (তদন্ত)-এর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘যারা রাস্তায় নেমেছে, তারা শিক্ষার্থী কি না, এ বিষয়ে সন্দেহ আছে। আগামী ১৭ তারিখ পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। আজকেও তারা রাস্তায় নেমে পুলিশের ওপর হামলা করেছে। এ কারণে কয়েকজনকে শাহবাগ থানায় নেয়া হয়েছে। এ বিষয় এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।’

এর আগে, সোমবার দুপুর থেকে চারদফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, সায়েন্সল্যাবসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষার্থীরা। তাদের চার দফা দাবিগুলো হলো— পরীক্ষা দুইমাস পিছিয়ে দেয়া, ৫০ মার্কের পরীক্ষা নেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি পরীক্ষা বাদ দেয়া। পরে বিকেলের দিকে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

এদিকে, সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আজ বেলা তিনটায় এ-সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা ডাকা হয়েছে। সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আমাদেরকাগজ/এমটি