আন্তর্জাতিক ডেস্ক: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাাচনে অংশ নেয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৮ আগস্ট) এ ঘোষণা দেয়া হয়। খবর ডনের
গত শনিবার তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করে ইসলামাবাদের জেলা বিচারিক আদালত।
২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান বিদেশি বিশিষ্টজনদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেই রাষ্ট্রীয় সম্পদ তিনি ও তার স্ত্রী বুশরা বিবি ‘বেআইনিভাবে বিক্রি করে দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়।
এই নিয়ে ‘সচেতনভাবে মিথ্যা বলার’ দায়ে অভিযুক্ত করে অসৎ চর্চার জন্য সাবেক এ প্রধানমন্ত্রীকে ওই সাজা দেয় আদালত।
আমাদেরকাগজ/এইচএম