আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পার্লেমেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে বুধবার রাতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়। নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বাক্ষরিত একটি সারসংক্ষেপ প্রেসিডেন্সিতে পাঠানোর পরপরই এ ঘোষণা আসে।
মধ্যরাতের আগে প্রেসিডেন্সি থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি অনুচ্ছেদ ৫৮(১) এর অধীনে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।
পাকিস্তানে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অবসান ঘটায় জাতীয় নির্বাচনের লক্ষ্যে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এই সরকারের অধীনেই হবে নির্বাচন। জোটের নেতাদের সঙ্গে শাহবাজের আজ বৈঠকের কথা রয়েছে। সেখান থেকেই জানা যেতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন কে।
পাকিস্তানের সংবিধান অনুসারে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার তিন দিনের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে যাওয়ায় নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে।
গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সুযোগে শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে।
সূত্র: দ্য ডন