??????? ১১ আগস্ট, ২০২৩ ১১:৪০

রাজধানীতে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তারের ঘটনহা ঘটেছে। এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের গ্রেফতারের খবর জানায়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৩৩৪ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ১১৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি