আন্তর্জাতিক ১২ আগস্ট, ২০২৩ ০৩:৩৭

মেয়রের বড়শিতে উঠে এলো ৩২ কেজি কোকেন!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সম্প্রতি পরিবারের সঙ্গে মাছ ধরার সফরে আটলান্টিকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরের এক মেয়র। সেখানে ভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি মাছ শিকারে যান তিনি। জানা যায়, পরিবারের সঙ্গে মাছ ধরার সফরে গিয়ে  সাগরে ফেলা বড়শিতে মাছের বদলে উঠে এসেছে ১.১ মিলিয়ন ডলার মূল্যের কোকেন!

এর আগে এই ৬২ বছরের জেন ক্যাস্টর মেয়র শহরের প্রথম নারী পুলিশপ্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। গত ২৩ জুলাই মাছ ধরতে গিয়ে তার সঙ্গে এমন অনাকাক্ষিত কাণ্ডটি ঘটে।

স্থানীয় বে টাইমসের খবরে বলা হয়, বড়শি ফেলে মাছ ধরতে গেলে ৩২ কেজি ওজনের কোকেনের একটি বড় প্যাকেট গেঁথে যায়। এতে প্রথমে একটু অবাক হলেও তিনি কোকেনের প্যাকেকটি তাদের নৌকায় তোলেন। এরপর তিনি বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। পরে যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ড প্যাকেটটি জব্দ করে।

ঘটনা সূত্রে জানা যায়, তিনি বুঝতে পারছিলেন না কি গেঁথেছে বড়শিতে। পরে এমন অভিজ্ঞতার শিকার হয় তিনি। 

আরও জানা যায়, এক পর্যায়ে ক্যাস্টরের পরিবারের এক সদস্য পানিতে কিছু একটা দেখতে পান। তিনি ভেবেছিলেন, পানিতে কোনো কিছুর ছায়া পড়েছে। হয়তো সমুদ্রে ভেসে থাকা কাঠের টুকরার নিচে ছোট ছোট মাছের ঝাঁক থাকতে পারে। কৌতূহলের বশে তারা নৌকাটি নিয়ে সেদিকে এগিয়ে যান।

মেয়র বলেন, আমরা যত কাছে গেলাম, আমার মনে হচ্ছিল এটি কোকেনের একটি প্যাকেট হবে। অভিজ্ঞতার কারণে তিনি নিশ্চিত হয়েছিলেন, প্যাকেটের ভেতর মাদক আছে।

পরে স্মার্টওয়াচে জায়গাটি সেভ করে রাখেন ক্যাস্টর। 

আমাদেরকাগজ/ডেস্ক