??????? ১৩ আগস্ট, ২০২৩ ১২:১৪

ডিমের দোকানে মূল্যতালিকা না থাকায় জরিমানা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মূল্যতালিকা না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডিমের মূল্য বেশি রাখাসহ নানা অভিযোগে দুই বিক্রেতাসহ ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা। 

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল শহরের পালের বাজারে এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, চাঁদপুর শহরের পালের বাজারে ডিমের মূল্যতালিকা না থাকায় মেসার্স কাউছার ট্রেডার্সকে ৩ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার টাকা ও স্পেশাল দধিতে পোকা ও চুল পাওয়ায় জেনিথ সুইটস ও বেকারির মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩ প্রতিষ্ঠাকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি