??????? ১৩ আগস্ট, ২০২৩ ০৩:০৩

খালেদা জিয়াকে দ্রুত দেশের বাইরে নেওয়া প্রয়োজন: ফখরুল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদার জিয়ার চিকিৎসা এ দেশে আর সম্ভব নয়। চিকিৎসকরা এ বিষয়ে উদ্বিগ্ন। তারা বলেছেন, তাকে দ্রুত দেশের বাইরে নেওয়া দরকার। এর আগে, গত ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন জানিয়ে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।


মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া অনেক অসুস্থ, দেশে চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চিকিৎসকরা বলছেন, তারপরও সরকার পাঠাচ্ছে না।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার কারণে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই তাকে আরও বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।

আমাদেরকাগজ/এমটি