??????? ১৪ আগস্ট, ২০২৩ ০৩:৪৯

‘শোক দিবসে জঙ্গি হামলা ও নাশকতার হুমকি নেই’

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি জানান,যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা গ্রহণ করা হবে। সামনে জাতীয় নির্বাচন আজ সোমবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং থাকবে। তাই, এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিকে চিন্তা করেই নিরাপত্তা নেওয়া হয়েছে, যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।

তিনি আরও বলেন, শোক দিবসের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। এ বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা ও জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

গোলাম ফারুক বলেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের খোঁজ পাওয়া গেছে। এ বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ আগস্ট থেকে ব্লক রেইড চলছে। কোনো দুষ্কৃতকারী কোথাও যেন আশ্রয় নিতে না পারে, তাই বিভিন্ন হোটেল, মেস ও বাসায় অভিযান চালানো হচ্ছে।

আমাদেরকাগজ/এমটি