সারাদেশ ১৪ আগস্ট, ২০২৩ ০৮:১৫

জঙ্গি সন্দেহে মৌলভীবাজারে আরও ১৭ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের পাহাড়ি জনপদ পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশবাড়ি এলাকার পাহাড়ি টিলার নিচ থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক।

কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, যারা আটক হয়েছেন তারা পূর্ব টাট্টিউলি গ্রামের জঙ্গি আস্তানার পাশে গভীর পাহাড়ে অভিযানের দিন থেকে অবস্থান করছিল। রোববার দুপুরের দিকে তারা কালা পাহাড় থেকে নেমে আসতে থাকেন। সোমবার সকালে পাহাড়ের নিচে আছকরাবাদ চা বাগানের গেটে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে আসেন তারা। পরে অটোরিকশার চালকদের সহায়তায় তাদের আটক করা হয়। বর্তমানে তারা কর্মধা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আটক রয়েছেন। পুলিশের কর্মকর্তারা ইউনিয়ন অফিসে এসেছেন।

ওসি আব্দুস ছালেক বলেন, ঢাকা থেকে সিটিটিসির একটি টিম আসছে। তারা আসার পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।


আমাদেরকাগজ/এইচএম