??????? ১৬ আগস্ট, ২০২৩ ১১:০৫

শাহবাগে বটগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর শাহবাগে বট গাছে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তার বয়স আনুমানিক ২৫ বছর। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আমরা খবর পেয়ে পান্থ কুঞ্জ পার্কে গিয়ে বটগাছের ডালের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদেরকাগজ/এমটি