??????? ১৬ আগস্ট, ২০২৩ ১২:২২

রাস্তায় বৃষ্টির পানি জমা নিয়ে সংঘর্ষ, হাসপাতালে ৮

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পশ্চিম ইউনিয়নে সড়কে বৃষ্টির পানি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের আটজন আহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই ইউনিয়নের খৈয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন, তার ছেলে সাদ্দাম হোসেন ও রাব্বুল হাসান এবং একই পরিবারের সাজু মিয়ার ছেলে নাসির মিয়া, খায়ের মিয়া, হাসান মিয়া, জাবেদ মিয়া ও আনিস মিয়ার ছেলে আরিফ মিয়া।

স্থানীয়রা জানান, খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার ভাই সাজু মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে রাস্তায় বৃষ্টির পানি জমাটকে কেন্দ্র করে সাদ্দাম ও হাসানের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি জানতে পেরে একই দিন রাতে সাজুর পরিবারের অন্যান্য সদস্যরা আমিরের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় আমির গুরুতর আহত হলে তার দুই ছেলে প্রতিবাদ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় আটজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাতে ওই ঘটনায় প্রায় আটজন আহত হয়েছেন। পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেনি।

আমাদেরকাগজ/এমটি