??????? ১৬ আগস্ট, ২০২৩ ০৩:৩৩

প্রেমিকা মোবাইল নম্বর ব্লক করায় প্রেমিকের আত্মহত্যা  

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রমিকার সঙ্গে অভিমান করে এক প্রেমিক যুবক আত্মহত্যা করেছে। এর আগে প্রায় দু’বছর ধরে তাদের মধ্যে প্রেম ছিল বলে জানা যায়। 

এদিকে আত্মহত্যার কারণ হিসেবে নিহতের পরিবার দাবি করেছেন, মোবাইল নম্বর ব্লক করায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক। আজ বুধবার শাহরাস্তি মডেল থানার ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের বটুয়াপাড়া গ্রামের বটুয়াবাড়িতে পারিবারিক কবরস্থানে ওই যুবককে দাফন করা হয়।

নিহত ব্যক্তি ওই এলাকার সৌদি আরব প্রবাসী আমান উল্ল্যার একমাত্র ছেলে মো. আহসান হাবিব (১৮)। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। পরে আর লেখাপড়া না করে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। প্রায় দু’বছর আগে পার্শ্ববর্তী দেবকরা গ্রামের লদের বাড়ির এক স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয়। এরপর মোবাইলে তাদের প্রেমের সম্পর্ক হয়। এরই মধ্যে ছয় মাস আগে তারা বিবাদে জড়িয়ে সম্পর্ক শেষ করে দেন। কিন্তু আবার তারা পরিবারের অগোচরে মোবাইলে কথা বলা শুরু করে। তবে সোমবার (১৪ আগস্ট) হঠাৎ করে আহসানের সঙ্গে সাথী মোবাইলে বিবাদে জড়িয়ে যায়।

এ বিষয়ে মোবাইলের মেসেজ দেখিয়ে আহসানের বড়বোন শারমীন আক্তার রুনু পুলিশ ও সাংবাদিকদের জানান, আমার ভাই ওই রাতে সাথীকে তার ফোন নম্বর ব্লক না করার অনুরোধ করে। কিন্তু সাথী তার ফোন ব্লক করে দেওয়ায় হুমকি দিলে, আমার ভাই আহসান আত্মহত্যার হুমকি দেয়। এক পর্যায়ে আমার ভাই নিজ ঘরে একটি সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ওই রাতেই আত্মহত্যা করে। পরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা আহসানের সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশকে সংবাদ দেয়।

ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া অনুসরণ শেষে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আমাদেরকাগজ/এমটি