??????? ১৯ আগস্ট, ২০২৩ ০১:১৪

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তথ্য কর্মকর্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র রায় নামে এক সহকারী জেলা তথ্য কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আজ (শনিবার) ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সৈয়দপুর জিআরপি থানার এসআই মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, চিলাহাটি-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। 

জানা যায়, প্রকাশ চন্দ্র রায় জেলা শহরের দেবিরডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি নীলফামারী জেলা তথ্য অফিসে সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের বরাত দিয়ে নীলফামারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে তিনি (প্রকাশ) হাঁটতে বের হতেন। অন্য দিনের মতো আজও সকালে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান পরিবারের লোকজন।

সৈয়দপুর জিআরপি থানার এসআই মনিরুজ্জামান মনির জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে পৌনে ৬টার দিকে কাটা পড়ে মারা যান প্রকাশ। তার মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আমাদেরকাগজ/এমটি