নোয়াখালী প্রতিনিধি: যারা যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোকাহত তারাও যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে বসুরহাট আধুনিক হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, আমরা মুসলমান, তাই ধর্মের প্রতি আমাদেরও শ্রদ্ধা আছে। যাদের দাড়ি আছে, চুপি পরে তাদের আমরা সম্মান করি। দাড়ি রেখে, টুপি পরে যারা অনিয়ম করে তাদের মানুষ খারাপ বলে। এসব খারাপ বলা শুনতে মুসলমান হিসেবে আমাদেরও কষ্ট হয়। আমরা মেনে নিতে পারি না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক চেতনার সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। কিন্তু দলের মধ্যে কেউ যদি সাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করে তারা আসলে আমাদের দলের না।
আমাদেরকাগজ/এইচএম