??????? ২১ আগস্ট, ২০২৩ ১০:০৯

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জবির ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যাহতি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ৬ নেতাকর্মী। আর এতেই তোপের মুখে পড়তে হল এবার তাদের। জানা যায়, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় তাদেরকে অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ।

আজ (রোববার) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির কথা জানানো হয়।

এই নেতাকর্মীরা হলেন, মো. মাসুম বিল্লা (১১ ব্যাচ, চারুকলা বিভাগ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), আফিয়া আক্তার (১৪ ব্যাচ, বাংলা বিভাগ), হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ), জারিফ তাজওয়ার, (সহ-সভাপতি, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ), মো. ইশা (সভাপতি, হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ।

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জবির ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যাহতি 

জানা গেছে, গত ১৪ আগস্ট রাতে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর খবরে অব্যাহতি পাওয়া এসব নেতাকর্মীরা ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে, এটা তো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী সংগঠনের জন্য।

আমাদেরকাগজ/এমটি