সারাদেশ ২২ আগস্ট, ২০২৩ ১০:১৪

শিশুর চোখে ছুরি নিক্ষেপ করল ইমান, অতঃপর...

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে খেলার সময় এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু নিহতের খবর পাওয়া গেছে। আজ (সোমবার) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শনিবার (১৯ আগস্ট) সকালে ওই ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ময়নুল ইসলামের ছেলে হোসেন আলী (৭)। অভিযুক্ত একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের ছেলে ইমান আলী (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সকালে হোসেন ও ইমান খেলাধুলা করছিল। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ইমান তার হাতে থাকা একটি ছুরি হোসেনকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় সেই ছুরি হোসেনের বাম চোখে লাগে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ায় একটি হাসপাতালে ভর্তি করেন। সোমবার দুপুরে সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, সোমবার দুপুরে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি