??????? ২২ আগস্ট, ২০২৩ ১০:১৯

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নে পরকীয়া সন্দেহে এক নারীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে, পরিকল্পিতভাবে নির্যাতন পরে হত্যা করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) রাতে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের মেয়ে কারিমা বেগম (২৬)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহতের স্বামী উপজেলার গাভা গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে আব্দুল সালাম হাওলাদার (৪২)।

স্থানীয়রা জানান, গতকাল(সোমবার) দুপুরে দুই সন্তানের জননী কারিমাকে প্রথমে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে নৃশংসভাবে হত্যা করে স্বামী সালাম। 

এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার মরদেহ উদ্ধার ও স্বামী সালামকে আটক করে পুলিশ।

ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সালাম স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে হত্যা করার কথা স্বীকার করেছেন।

আমাদেরকাগজ/এমটি