??????? ২৪ আগস্ট, ২০২৩ ০২:৩১

ঢাবিতে মোটরসাইকেলে হঠাৎ আগুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের সামনের সড়কে হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মোটরসাইকেলটি পুড়ে যায়। 

গতকাল (বুধবার) রাত ১২টার দিকে স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই মোটরসাইকেল মালিকের নাম সৈয়দ ফারাবি আল সাজি। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। থাকেন পোস্তগোলায়।

ফারাবি বলেন, ‘আমি বাটা সিগনাল থেকে মার্কেট করে বাসায় যাচ্ছিলাম। যখন ঢাবি ক্যাম্পাসে আসি, তখন বাইকটি বন্ধ হয়ে যায়। বাইকটি যখন আবার স্টার্ট দিতে চাই। তখন ইঞ্জিন থেকে আগুন ধরে যাই। আমরা কোনো রকম বিপদ থেকে নিজেরা উদ্ধার হয়েছি। চেনা-পরিচত না হওয়ায় আমরা আগুন নেভাতে পারছিলাম না। কেউ আগুন নেভাতেও আসিনি। পুরো বাইক পুড়ে গেছে।’

এদিকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসে। 

ঘটনা সম্পর্কে সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, ‘ছেলেটির বাবার পুরাতন বাইক ছিল। তিনি নীলক্ষেত পাম্পে তেল নিতে এসেছিলেন। এখানে (ক্যাম্পাসে) এসে বাইক বন্ধ হয়ে যায়। আবার যখন বাইকটি চালানোর চেষ্টা করে, তখন বাইকে আগুন ধরে যায়।’

এ বিষয়ে শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরীক্ষিত দাস দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমরা বাইকটি থানায় নিয়ে যাচ্ছি। তাদের নাম-ঠিকানা নেওয়া হয়েছে এবং অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে।’

আমাদেরকাগজ/এমটি