??????? ২৬ আগস্ট, ২০২৩ ০২:৫৫

মসজিদে লাইট জ্বালানোয় দ্বন্দ্ব, মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

যশোরে প্রতিনিধি: যশোরে মসজিদে লাইট জ্বালানো নিয়ে দ্বন্দ্বে এক মুয়াজ্জিনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার ) রাত ৯ টার দিকে শার্শা উপজেলার গাজীর কায়বা গ্রামে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগীর নাম শাহারুল ইসলামকে (৪৫) । তিনি শার্শার গাজীর কায়বা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও গাজীর কায়বা পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত। 

অভিযুক্তরা হলেন- একই গ্রামের আনোয়ারুল ইসলাম ও তার ছেলে মেহেদী হাসান,সাঈদী হাসান এবং চাচাতো ভাই সিরাজুল।

স্থানীয়রা জানান, প্রতিবারে মতো (শুক্রবার) এশার নামাজ শেষে মুসুল্লিরা সবাই চলে গেলেও অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মসজিদে লাইট জ্বালিয়ে বসে ছিল। এসময় মুয়াজ্জিন লাইট জ্বালাতে নিষেধ করে। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। 

পরবর্তীতে আনোয়ারুল, তার ছেলে এবং তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে ৬-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে শাহারুলকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি