??????? ২৭ আগস্ট, ২০২৩ ১২:৩৯

পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ভারী বর্ষণে পাহাড়ধসে এক ব্যক্তি ও তার মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। এর আগে, (রোববার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

আজ (রোববার ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানান, রোববার সকালে পাহাড়ধসের ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, রোববার সকালে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমাদেরকাগজ/এমটি