সারাদেশ ২৭ আগস্ট, ২০২৩ ০১:৪০

সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড আর এতে দগ্ধ পাঁচ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। আজ (রোববার ) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন।

দগ্ধরা হলেন, সোয়েব মাহমুদ (৪০), তার নাতি রুহাদ (৭), তিন শ্রমিক বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩২) ও সাদ্দাম হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার বাসিন্দা প্রকৌশলী নজরুল ইসলাম নতুন বাসায় ওঠার জন্য রান্নাঘরসহ অন্যান্য কক্ষের কাজ করাচ্ছিল। আগে থেকেই রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে চুলা জ্বালানো সঙ্গে সঙ্গে পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নজরুলসহ ছয়জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। অপর পাঁচজনকে চিকিৎসক ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে পাঁচজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি