চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি।
ইয়াছিন আরাফাত, একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, রোববার বিকেলে ওই শিশু কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে।
আমাদেরকাগজ/এইচএম