??????? ২৯ আগস্ট, ২০২৩ ০২:৩৮

মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, (মঙ্গলবার) সকালে ভুক্তভোগীর বাবা মনসুর মোল্লার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ একটি মামলা করেন। মামলা রুজু হওয়ার ৩ ঘণ্টার মধ্যে রেশমবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এই তথ্য নিশ্চিত করেছেন।  

অভিযুক্ত বেক্তির নাম মনসুর মোল্লাকে (৫৬)।মনসুর মোল্লা শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চর বেলতৈল গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে।

অভিযোগের ভিত্তিতে (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, মঙ্গলবার সকালে মাদরাসা ছাত্রীর বাবা মনসুর মোল্লার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ একটি মামলা করেন। মামলা রুজু হওয়ার ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট মনসুর মোল্লা তার প্রতিবেশির মেয়েকে একটি খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে মনসুর মোল্লাকে তাৎক্ষণিক উৎসুক জনতা মারধর করে। এরপর অবস্থা বেগতিক দেখে মনসুর মোল্লা কৌশলে পালিয়ে চলে যান।

ভুক্তভোগীর বাবা বলেন, সঠিক বিচারের জন্য সকালে থানায় মামলা করেছি। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

স্থানীয় ইউপি সদস্য মানিক হোসেন বলেন, এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিল মনসুর মোল্লা কিন্তু সমাধান হয়নি। শুনেছি থানায় মামলার পর তাকে গ্রেফতার করেছে।

শাহজাদপুর থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর মনসুর মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি