??????? ৩১ আগস্ট, ২০২৩ ১২:৪৩

রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে আবু সাঈদ মিয়া (১৮ মাস)।

স্থানীয়রা জানান, উজান বোচাগাড়ি গ্রামে শিল্পী বেগম শিশু সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে বৃহস্পতিবার সকালে সাঈদকে বাড়ির উঠানে রেখে শিল্পী রান্না করছি। এ সময় সবার অজান্তে সাঈদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে সাঈদকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে পুকুরে ডুবে সাঈদের মৃত্যু হয়েছে।

আমাদেরকাগজ /এমটি