??????? ৩১ আগস্ট, ২০২৩ ০২:৪০

ফেসবুকে প্রেম, দুই মাসে পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : বাগেরহাটে প্রেম করে দুই মাসে একটি মহিলা কলেজের ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। এর আগে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম ও পালিয়ে বিয়ে করেন বলেন জানা গেছে। আজ (বৃহস্পতিবার) কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের নাম, বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ। 

কলেজের শিক্ষকরা জানান, স্কুল কলেজে মেয়েরা মোবাইল নিয়ে আসে। চিতলমারীতে শতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যায়। আবার অনেকে কোচিং সেন্টারের নামে বাইরে থেকে ফেসবুকে সময় কাটায়। তাই উচিৎ হবে কলেজ টাইমে কোচিং সেন্টার চালানো বন্ধ করতে হবে।

অধ্যক্ষ মো. বাবুল মিঞা বলেন, অনেকেই সম্মানের জন্য সত্য কথা স্বীকার করেন না। তবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। উঠতি বয়সী মেয়েরা প্রলোভনে পড়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর পরিবারের অজান্তেই পালিয়ে যায়। জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

তিনি আরও জানান, কিছুদিন আগে এক পেয়েকে পুলিশের সহায়তা উদ্ধার করা হয়। কিন্তু মাত্র সাত দিনের মাথায় আবার সে পালিয়ে যায়। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই প্রয়োজন।

আমাদেরকাগজ /এমটি