সারাদেশ ১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : বাগেরহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুইজন মারা যান বলে খবর পাওয়া গেছে। যারা সম্পর্কে  বাবা ও মেয়ে। এ সময় নিহতের স্ত্রী ও আরেক মেয়ে আহত হন। গতকাল(বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে ফকিরহাটের বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয় কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি (৩৩) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে নওরীন। আহতরা হলেন- সোহেল ফরাজির স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওশীন (১০)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত সোহেল তার দুই মেয়ে ও স্ত্রী মিমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে খুলনায় আসছিলেন। তারা বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে রওয়ানা হন। মোটরসাইকেলটি খুলনা-বাগেরহাট সড়কের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

নিহত সোহেলের মামাশ্বশুর আলাউদ্দিন জানান, সংঘর্ষে সোহেল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় তার ৪ বছরের শিশু নওশীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় সোহেলের স্ত্রী মিমি আক্তার ও তার ১২ বছরের অপর মেয়ে গুরুতর আহত হয়। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।


হাইওয়ে থানার উপপরিদর্শক হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক মোহাম্মদ শাহজাহান সরদারকে (৩৮) আটক করেছে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ।

আমাদেরকাগজ/এমটি