??????? ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৯

ছাত্রলীগের সমাবেশে বৃষ্টির হানা

ইন্টারনেট

ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: ছাত্রলীগের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে হানা দিয়েছে বৃষ্টি। এতে সমাবেশস্থলের আশপাশে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে থাকেন কয়েক হাজার শিক্ষার্থী ও ছাত্র নেতারা। এর আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করে ছাত্রলীগের নেতা কর্মীরা। 

এ দিকে অনেককে আবার বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে থাকেন কয়েক হাজার শিক্ষার্থী ও ছাত্র নেতারা।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ। সমাবেশে যোগ দিতে গতকাল (বৃহস্পতিবার) থেকে সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটির নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়। অনেকে সমাবেশস্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করছেন।

এদিকে আজ হঠাৎ করেই দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায় সারাদেশ থেকে আসা ছাত্রনেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের।

আজ বিকেল ৩টায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্বে ছাত্র সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করবেন।

আমাদেরকাগজ/এমটি