??????? ২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৭

ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : মোটরসাইকেল মাওয়া ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে বাসচাপায় এক যুবক নিহত হয়েছে। এই সময় মোটরসাইকেলের পেছনে থাকা বন্ধু সৌরভ (২৩) আহত হয়েছে। (শুক্রবার) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। 

এ সময় গুরুতর আহত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদুল ইসলাম শিহাব (২৩) নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন।

শিহাব চাঁদপুরের মতলব উত্তর থানার আব্দুস সাত্তারের ছেলে। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী কাজলারপাড়া এলাকায় থাকতেন তিনি।

থানা উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দুই বন্ধু সৌরভ ও শিহাব মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। মধ্যরাতে সেখান থেকে বাসায় ফেরা পথে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি সৌরভের। ফেরার পথে তিনি নিজেই বাইকটি চালাচ্ছিলেন। পরে পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুইপাশে ছিটকে পড়েন। তখন কোনো একটি বাসের চাকায় শিহাবের মাথা পিষ্ট হয়। এরপর তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। তিনি এসএসসি পাস করার পর বেকার ছিলেন। ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শিহাব।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত সৌরভ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তার বাসাও যাত্রাবাড়ী এলাকায়।

আমাদেরকাগজ/এমটি