??????? ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১০

সিগারেট না দেওয়ায় জুনিয়রের হাতে সিনিয়র খুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে জুনিয়র -সিনিয়র দ্বন্দ্বে প্রাণ হারিয়েছে এক ব্যাক্তি। গতকাল (শুক্রবার) দিনগত রাত ৩টার দিকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় সিগারেট নিয়ে এই দ্বন্দ্বের উত্থান বলে জানা গেছে। 

ঘটনায় নিহতের নাম, মোজাম্মেল হোসেন মাসুম (৪৩)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় মোজাম্মেল হোসেন মাসুমের কাছে সিগারেট চান হোসাইন কবির (২৭)। মাছুম সিগারেট না দিয়ে চড় দিয়ে কবিরকে বলেন জুনিয়র সিনিয়রের কাছে সিগারেট চায় এটা কতো বড় বেয়াদবি। এ ঘটনায় দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মাছুমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান কবির।


মোজাম্মেল হোসেন মাসুম (৪৩) পৌরসভার পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের ছেলে।

পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় লাফার্জ কারখানা এলাকা থেকে হোসাইন কবিরকে আটক করে পুলিশ।এদিকে, গুরুতর আহত অবস্থায় মাসুমকে ভোরে ছাতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম জানান, মরদেহ সুনামগঞ্জ মর্গে রয়েছে। ঘটনায় জড়িত আসামিকে আটক করা হয়েছে।

চআমাদেরকাগজ/এমটি