??????? ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৫৪

বাসের ভেতর মিলল হেলপারের মরদেহ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় এলাকায় একটি মিনিবাস থেকে মরাদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে ওই এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মছিবুর রহমান (৩৬) ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন বাসের হেলপার বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সেদিনও মছিবুর (শুক্রবার) রাতে মিনিবাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে (শনিবার)সকালে বাসের অন্যান্য স্টাফরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য স্টাফদের ধারণা, ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।

আমাদেরকাগজ/এমটি