??????? ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৬

ধাওয়া করে ধরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাদেরকে সিএনজি অটোরিকশা যোগে ধাওয়া করে এই হত্যাকান্ড চালান দুর্বৃত্তরা। গতকাল (শনিবার) সকালে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। 

নিহত ওই নেতার নাম শাহজালাল তালুকদার পারভেজ (৪০)।

পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, (শনিবার) বেলা সাড়ে ১০টার দিকে তিনি এলাকা থেকে মোটরসাইকেলে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে।

তারা ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারাল অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কথা হলে শাহাজানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

আমাদেরকাগজ/এমটি