রাজনীতি ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৪

নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : আদালতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলা হয় এবং এরই ধারাবাহিকতায় আজ ( রবিবার) আদালতে হাজিরা দিতে যান এই জ্যেষ্ঠ নেতা। 

তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এরপর মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।

দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ ডিসেম্বর নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ
 

আমাদেরকাগজ/এমটি