আন্তর্জাতিক ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১০

মন্ত্রীর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, অভিযুক্ত মন্ত্রীপুত্র

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক মন্ত্রীর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটেছে। এর আগে, (শুক্রবার ) ভোর রাত ৪টা ১৫ মিনিটের দিকে ভারতের লখনউতে এ ঘটনা ঘটে। এ দিকে এ ঘটনায় অভিযোগের আঙুল তাক করেছে খোদ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের ছেলে বিকাশ কিশোরের দিকে।  

জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে। তাদের জেরা করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। (শুক্রবার )উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে কৌশলের বাড়িতে এই খুনের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর মৃত বিনয়ের পরিবারের সদস্যরা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। এক পুলিশ কর্তা ঘটনা প্রসঙ্গে জানান, সকালে এই খুনের খবর জানতে পারার পরই এখানে আসে বিশাল বাহিনী। এখনও প্রচুর সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের ডিজিপি রাহুল রাজ এবং এডিসিপি চিরঞ্জীবী নাথ সিনহাও ঘটনাস্থলে গেছেন। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করেছে। এই পিস্তল দিয়েই বিনয়কে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।  

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা তদন্তের বিষয়। ফরেনসিক দল ও পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। আমরা নিহতদের পরিবারের সদস্যদের সমর্থনে দাঁড়িয়েছি। ঘটনাটি ঘটার সময় বাড়িতে কে ছিলেন তা আমার জানা নেই। ’

এদিকে বিনয়ের মৃতদেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটাস্থল থেকে উদ্ধার পিস্তলটিও ফরেন্সিকে পাঠানো হয়েছে।

এদিকে উত্তরপ্রদেশে কোনো মন্ত্রীপুত্রর বিরুদ্ধে এর আগেও উঠেছে খুনের অভিযোগ। ২০২১ সালের অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ কৃষককে চাপা দিয়ে চলে গিয়েছিল একটি গাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র সেই গাড়িতে ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় অজয় মিশ্রর ছেলে আশিসকে গ্রেপ্তার করা হয়। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।

আমাদেরকাগজ/এমটি